শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের ১৪ সদস্য

- মনিটর রিপোর্ট Date: 09 August, 2024
শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের ১৪ সদস্য

ঢাকাঃ নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. সালেহউদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এএফ হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ ফ ম খালিদ হাসান, নূর জাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুক-ই-আজম। তাদের মধ্যে সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক-ই-আজম পরবর্তী সময়ে শপথ গ্রহণ করবেন বলে জানানো হয়।

শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা, বিচারপতি, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

-B

Share this post



Also on Bangladesh Monitor