ফ্রান্সে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত

Monitor Online Date: 23 May, 2022
ফ্রান্সে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত

ফ্রান্সের আলপসে পর্যটকবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। 
শনিবার (২২ মে) বিকালে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলের কাছে ভারসাউড এয়ারফিল্ড থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ থেকে চারজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 
ফরাসি উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ৬০ দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া কীভাবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা জানার গ্রেনোবল প্রসিকিউটররা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন। 
 নিহতদের মধ্যে একজন পাইলট রয়েছেন। বাকি চারজন একই পরিবারের বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। 
পর্যটকবাহী ছোট বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০ মিটার ওপরে একটি গ্রামে বিধ্বস্ত হয়েছে বলে অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

-B

Share this post



Also on Bangladesh Monitor