চাহিদার তুলনায় উড়োজাহাজ সরবরাহে পিছিয়ে পড়েছে এয়ারবাস

মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 03 August, 2024
চাহিদার তুলনায় উড়োজাহাজ সরবরাহে পিছিয়ে পড়েছে  এয়ারবাস

ফার্নবরো, ইংল্যান্ড: বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা গুইলাম ফাউরি জানিয়েছেন, চাহিদার তুলনায় সরবরাহে পিছিয়ে রয়েছে কোম্পানিটি। এর পেছনে সরবরাহ চেইনের কিছু বাধার কথা উল্লেখ করেন তিনি। 

সম্প্রতি যুক্তরাজ্যের ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ার শোতে এ তথ্য দেন ফাউরি। 

কভিড-১৯ মহামারীর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত এয়ার শোতে এয়ারবাস ৪৩১টি ক্রয়াদেশ পেয়েছিল। চলতি বছর তা নেমে এসেছে ১৩৯টিতে। কোম্পানিটির কাছে এমন ৮ হাজার ৫৮৫টি ক্রয়াদেশ রয়েছে, যে জেটগুলো এখনও  তৈরি হয়নি। 

-B

Share this post



Also on Bangladesh Monitor