থাইল্যান্ডে চীনা পর্যটকদের স্বাগত

মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 19 November, 2023
থাইল্যান্ডে চীনা পর্যটকদের স্বাগত

থাইল্যান্ড: চীনা পর্যটকদের স্বাগত জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন। একই সঙ্গে বড় পর্যটন স্পটগুলোয় চীনা পুলিশ মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। 

থাই সরকার দেশটির পর্যটন খাত পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের গভর্নর থাপানি কিয়াটফাইবুল বলেন, ‘থাইল্যান্ডে চীনা পুলিশ আনার জন্য আমরা চীনা দূতাবাসের সঙ্গে আলোচনা করছি।’ নিরাপত্তা বজায় রাখার জন্য বিদেশী পুলিশ অফিসারদের আমন্ত্রণ জানানো যেকোনো দেশের জন্য অস্বাভাবিক ব্যাপার। 

পর্যটন গভর্নরের এ মন্তব্যের পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। চীন অন্তত ৫০টি দেশে গোপন পুলিশ স্টেশন পরিচালনা করছে বলে ধারণা করা হয়। ১০০টির বেশি অবস্থানে প্রধানত বিদেশী ও জাতিগত চীনাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য তারা এ স্টেশন পরিচালনা করে থাকে। 

-B

Share this post



Also on Bangladesh Monitor