ড. সাফিকুর রহমান বিমানের নতুন এমডি

মনিটর রিপোর্ট Date: 05 September, 2024
ড. সাফিকুর রহমান বিমানের নতুন এমডি

ঢাকাঃ বাংলাদেশ বিমানের নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাফিকুর রহমান। তিনি বিমানের বিপণন ও বিক্রয়-বিষয়ক সাবেক পরিচালক।

বুধবার (৪ সেপ্টেম্বর) সংস্থার পরিচালনা পরিষদ তাকে নিয়োগ দেয়।

আওয়ামী লীগ সরকারের পতন এবং পরে অন্তর্বর্তী সরকার গঠন হলে ১৯ অগাস্ট বিমানের চেয়ারম্যান করা হয় সংস্থাটির সাবেক চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে। এরই মধ্যে ২৭ আগস্ট বিমানের নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়। এই পরিষদই সাফিকুরকে এমডি ও সিইও হিসেবে নিয়োগ দিয়েছে।

সাফিকুর ১৯৮৬ সালে বিমানে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পেশাজীবনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ বিষয়ক পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিপণন ও বিক্রয় পরিচালক পদে থেকে ২০১৭ সালে অবসরে যান তিনি। 

এছাড়াও তিনি বিমানের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

ড. মো সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং ২০১১ সালে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন শেষ করেন। 

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার থেকে তিনি এভিয়েশন নিয়ে একাধিক ডিপ্লোমা ও ট্রেনিং করেছেন।  

-B

Share this post



Also on Bangladesh Monitor