ট্যুর অপারেটর আকাশবাড়িতে অফার চলছে

মনিটর রিপোর্ট Date: 20 November, 2023
ট্যুর অপারেটর আকাশবাড়িতে অফার চলছে

আকাশবাড়িতে অফার চলছে। ট্যুর অপারেটর আকাশবাড়ি হলিডেজের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম মিলকি বলেন, ‘মানুষের ভ্রমণ নিশ্চিত করে ভ্রমণের যেসব আনুষঙ্গিক ব্যাপার রয়েছে, সেগুলো আমরা নিশ্চিত করি এবং ট্রাভেল-ট্যুরিজম নিয়ে আমাদের কাজ। 

আরও পড়ুন: পর্যটকশূন্য দেশের বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া

আমাদের বর্তমানে ১০০টি প্যাকেজ চলমান আছে। আকাশবাড়ি হলিডেজ ১০ এবং ১১ নভেম্বর যে মেলা করছে তাতে অভূতপূব সারা পেয়েছে  অনেক ভালো, অত্যধিক ভালো রেসপন্স ছিল ক্লায়েন্টের।’ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে ট্যুরিজম নিয়ে এত ট্রাভেল এজেন্সি এত প্রতিষ্ঠান থাকতে আকাশবাড়ি হলিডেজ মানুষ বেছে নিচ্ছে আস্তার কারণে। মানুষ আকাশবাড়িতে আসে। 

-B

Share this post



Also on Bangladesh Monitor