বালিতে পর্যটকদের মোটরসাইকেল চালানো নিষিদ্ধ

-মনিটর অনলাইন Date: 18 March, 2023
বালিতে পর্যটকদের মোটরসাইকেল চালানো নিষিদ্ধ

ইন্দোনেশিয়ার পর্যটন অঞ্চল বালিতে দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটক পাড়ি জমান। কিন্তু উন্নত গণপরিবহনব্যবস্থা না থাকায় বালিতে বিদেশি পর্যটকেরা প্রায়ই দ্বীপের চারপাশে ঘুরতে মোটরসাইকেল ভাড়া করেন।

তবে এবার ভ্রমণ পিপাসুদের উদ্দেশে নতুন নিয়ম করতে চলেছে বালি কর্তৃপক্ষ। মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ট্রাফিক আইন ভঙ্গসহ নানা অভিযোগের কারণে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্থানীয় প্রশাসন। তবে কবে নাগাদ কার্যকর হবে তা জানায়নি প্রশাসন।

ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত বিদেশি পর্যটকেরা ১৭১ বারের বেশি ট্রাফিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে বালি প্রশাসন। মূলত স্থানীয়দের কাছ থেকে মোটরসাইকেল ভাড়া নেন বিদেশি পর্যটকরা। তাদের কাছে অনেক সময় লাইসেন্সও থাকে না।

মোটরসাইকেল চালানো বন্ধের সিদ্ধান্ত নিয়ে দেশটিতে চলছে নানা সমালোচনা। কেউ কেউ এ সিদ্ধান্ত সমর্থন করলেও আবার কেউ কেউ বলছেন, এতে আরও কমবে পর্যটক।

তবে পর্যটকেরা ট্রাভেল এজেন্সি থেকে সরবরাহ করা মোটরবাইক চালাতে পারবেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

-B

Share this post



Also on Bangladesh Monitor