মোংলা-খুলনা রুটে অক্টোবরে চলবে ট্রেন

মনিটর রিপোর্ট Date: 19 September, 2023
mongla.jpg

ঢাকা : অক্টোবরের শেষ সপ্তাহে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার সঙ্গে দেশব্যাপী রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে রেলওয়ের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন চলছে খুঁটিনাটি কাজ; চলতি মাসেই শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা জানান, মংলা-খুলনা রেলপথে ট্রেন চলাচল শুরু হলে মংলা বন্দরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। কারণ শুধু সারা দেশের সঙ্গে নয়, রেলপথকে আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। এর মাধ্যমে বন্দরের বাণিজ্য ত্বরান্বিত হবে।

আরও পড়ুন : পর্যটন বাড়াতে ভারতের দিকে চোখ থাইল্যান্ডের

প্রকল্প পরিচালক আরিফুজ্জামান জানান, মংলা-খুলনা রেলপথের ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি মাসেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও, অক্টোবরের শেষ সপ্তাহে এই রুট দিয়ে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। সেভাবে আমরা এগিয়ে যাচ্ছি।

-B

Share this post



Also on Bangladesh Monitor