ইরানে বৃষ্টির সাথে পড়ছে মাছ

মনিটর অনলাইন  Date: 06 May, 2024
ইরানে বৃষ্টির সাথে পড়ছে মাছ

তেহরান: বৃষ্টিপাত তো স্বাভাবিক ঘটনা। কিন্তু বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে পড়ছে শ শ মাছ? শুধু মাছ নয়, সঙ্গে ছোট ব্যাঙ ও কাঁকড়াও। হ্যাঁ, এ রকমই এক ঘটনার সাক্ষী রইলেন ইরানের বাসিন্দারা।

ঝড়ের সময় আকাশ থেকে মাছ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি ঘটে যখন একটি টর্নেডো সমুদ্রের পানির ওপর দিয়ে যায়। 

টর্নেডোর প্রচন্ড শক্তি পানির সঙ্গে ব্যাঙ, কাঁকড়া বা ছোট মাছ তুলে অনেক উচ্চতায় নিয়ে যায়। তারপর কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে পড়ে। ইরানেও তাই হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor